শিরোনাম

South east bank ad

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী হয়েছে।

২৭ ডিসেম্বর সোমবার সকালে প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলা শাখার সভাপতি কাজী মোনালিসা মারিয়া।

প্লেসের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্লেসের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, শিক্ষক মো. রায়হান মিয়া, শিক্ষিকা মরিয়ম আক্তার মিষ্টি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা আফরোজা রহমান শাম্মী।

প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস প্রিয়া তার বক্তব্যে বলেন, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেড়িয়ে আসতে হবে। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে।

পুলিশ লাইন্স একাডেমির ভূয়সী প্রশংসা করে তিনি খেলার মাঠের প্রয়োজনীতার কথা উল্লেখ করেন এবং পাশের খালি জায়গাটি স্কুলের ছেলে মেয়েদের জন্য মাঠ হিসেবে বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে সুপারিশসহ অনুরোধ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে জিপিএ ৫ প্রাপ্ত ১১৬ জন, বেস্ট হ্যান্ড রাইটিং এ ২৪ জন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: