মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের মাতৃবিয়োগ
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):
অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের মা রোকেয়া বেগম (৮৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (২৬ ডিসেম্বর) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীবরদী উপজেলার গেরামারা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।সোমবার দুপুর ২টায় নিজ বাড়ি শ্রীবরদীর গেরামারায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক বকুলের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি, শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।