ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
সঞ্জিব দাস, (পটুয়াখালী):
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আ. খালেক নামে একজন নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা যায়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮নং ওয়ার্ডের নয়ার চর গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও রাঙ্গাবালী সদর ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ চারটিতে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩৬ জন মেম্বার ও ৪৭ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তবে বেসরকারীভাবে চারটি ইউনিয়নেই নৌকা প্রতীক এগিয়ে রয়েছে বলে জানা যায়।