মুকসুদপুরে ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে ড্রাম ট্রাকের চাপায় শাজাহান মুন্সী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাজাহান মুন্সী মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের ইনতাজ মুন্সীর ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি আরও জানান, নিহত শাজাহান মুন্সী ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মুকসুদপুরের গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এসে নামেন।
এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।