রামেবি‘তে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী):
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বঙ্গবন্ধু কর্ণারটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার করা হলেও পরবর্তীতে স্থায়ী ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ বঙ্গবন্ধু সেন্টার করার পরিকল্পনা রয়েছে। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. রুস্তম আলী আহমেদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. নওশাদ আলী, সার্জারী অনুষদের ডিন অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মাহাবুবুর রহমান খান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এস এম আসাফউদ্দৌলা, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. জাকির হোসেন খোন্দকার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো. সিরাজুম মনির, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরোয়ার জাহান, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সেকশন অফিসার রাশেদুল ইসলাম, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাইল হোসেন, কবির আহমেদ, মোসা. মেহেদী মাসুদ সানি, মো. আশরাফুল ইসলাম, নাজমুল আলম ইমন, মো. গোলাম রহমানসহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।