দুই চেয়ারম্যান প্রার্থীকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কারের সুপারিশ
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে আজ রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধীতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোহাম্মদ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
মোহাম্মদ আল ফারুক মাওহা ইউপি নির্বাচনে ও শাহীনুর ইসলাম মইলাকান্দা ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব নির্বাচনের আগের দিন ২৫ ডিসেম্বর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবরে বহিস্কারের এ লিখিত সুপারিশ করেন। মোঃ সোহেল রানা এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।