শিরোনাম

South east bank ad

এক পৌরসভা ও তিন উপজেলার ১৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা):

পাবনায় এক পৌরসভা ও ১৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) রোববারের চতুর্থ ধাপের এ নির্বাচনে আইনশৃংখলা বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে। এর আগে এ নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে সহিংসতায় তিনজনের নিহত হওয়ার ঘটনায় আতংকিত ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সে জন্য যা যা প্রয়োজন প্রশাসন পর্যাপ্ত পরিমান সাবধানতা অবলম্বন করেছে।

পাবনার তিন উপজেলায় একটি পৌরসভা ও ১৮ ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর ) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে।এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সব প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে আটঘরিয়া পৌরসভা নির্বাচন হচ্ছে ইভিএম পদ্ধতিতে। নতুন পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হবে-এই ভেবে সারিতে দাঁড়ানো ভোটারদের বেশ চিন্তাযুক্ত দেখা গেছে। এছাড়া নির্বাচনকে ঘিরে কয়েকটি ইউনিয়নে প্রার্থী ও তাদের সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগ, ভয়ভীতি ও হামলার ঘটনায় শঙ্কিত সাধারণ ভোটাররা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার ৯ ইউনিয়নে, আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভায় এবং ভাংগুড়া উপজেলার ৪ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

পাবনা সদর উপজেলার ৯টি ইউনিয়ন মালিগাছা ইউনিয়ন, মালঞ্চি, হিমায়েতপুর, দাপুনিয়া, আতাইকুলা, গয়েশপুর, সাদুল্লাপুর, চরতারাপুর, দোগাছি ইউনিয়ন। আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন দেবোত্তর ইউনিয়ন, চাঁদভা, মাজপাড়া, একদন্ত ও লক্ষ্মীপুর ইউনিয়ন এবং ভাংগুড়া উপজেলার ৪ ইউনিয়ন পারভাঙ্গুড়া, খানমরিচ, দিলপাশার এবং অষ্টমনিষা ইউনিয়নে সারিবদ্ধভাবে নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচল ও অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি বিজিবি, র‌্যাব, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েন করা হয়েছে। ১৮টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে কেউ কোনো অপকর্ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেও সিনিয়র এ নির্বাচন কর্মকর্তা উল্লেখ করেন।

মাহবুবুর রহমান আরো জানান,“আটঘরিয়া পৌরসভা ও তিন উপজেলার ১৮ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি উপজেলায় র‌্যাব ও বিজিবির টহল দিচ্ছে। ম্যজিস্ট্রেটের নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পুলিশসহ আনসার রয়েছে। উপজেলায় ম্যাজিস্ট্রেটসহ ৩-৪টি ইউনিয়ন তদারকির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। ২০৩টি ভোটকেন্দ্রে ভোটাররা যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সে ব্যাপারে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরো জানান,‘একটি পৌরসভা ও ১৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২শ’ ২৫। এর মধ্যে ১৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৩১৬। অবশিষ্ট আটঘরিয়া পৌরসভায় ১২ হাজার ৯শ’ ৯ জন ভোটার রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার ৯ ইউনিয়নে ১১২ ভোট কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ১০ হাজার ৫১৯ জন। তবে এ উপজেলায় ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজন স্বতন্ত্র প্রার্থী নিহত হওয়ার ঘটনায় সেখানে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুস সামাদ জানান,‘আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৬ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ১ লাখ ১৭ হাজার ৩৭২ জন ভোটার। এছাড়া আটঘরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৯ কেন্দ্রে। এখানে ভোটার সংখ্যা ১২ হাজার ৯০৯ জন। পৌরসভা নির্বাচন হচ্ছে ইভিএম সিস্টেমে।’ এ পদ্ধতিতে ভোট দেয়া নিয়ে ভোটাররা শংকিত। কারণ তারা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তাদের ভোটটি সঠিক স্থানে দিতে পারবেন কী না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন।

ভাংগুড়া উপজেলায় ভোট হচ্ছে ৪ ইউনিয়নে। ৪টি ইউনিয়নে ৫৯ হাজার ৪২৫ জন ভোটার ৩৬ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে ভাংগুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন জানান। এ উপজেলায় অনেক আগেই ভাংগুড়া সদর ও মন্ডতোষ ইউনিয়নে নির্বাচন হয়ে গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শনিবার রাতে এ প্রতিনিধিকে বলেন,“আটঘরিয়া পৌরসভা ও তিন উপজেলার ১৮ টি ইউনিয়নে শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বা তালবাহানা করলে তাকে ছাড় দেয়া হবে না। তাকে কঠোর হস্তে দমন করা হবে।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: