সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি: হামলার চেষ্টা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় শত কোটি টাকার পুকুর ভুমি দস্যুদের কবল থেকে উদ্ধারের সংবাদ প্রকাশ করায় মাধবপুর প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক রাজীব দেব রায় রাজু কে হুমকি দিয়েছে ভুমি দস্যুরা।
আজ (শনিবার) ২৫ ডিসেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন পুকুর পরিদর্শন করতে গেলে রাজীব দেব রায় রাজু তথ্য সংগ্রহ করতে সেখানে যান। এ সময় পুকুর পাড় দখল করে রাখা সুজিত পাল ও মনোজ পালের লোকজন সাংবাদিক রাজীব দেব রায় রাজুর উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে রাজীব দেব রায় রাজু কে হামলা করতে এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন বিষয় টি সমাধান করেন।
এ ব্যাপারে সাংবাদিক রাজীব দেব রায় রাজু জানান, মাধবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভিতর একটি সরকারি পুকুর দীর্ঘদিন যাবত অবৈধভাবে দখল করে রেখেছিল ভুমি দস্যুরা। শত কোটি টাকার এই পুকুর টি প্রশাসন দখল মুক্ত করতে অভিযান শুরু করলে অনেক প্রভাবশালীর বহুতল ভবন ভাঙ্গা হয়। আমি এই সংবাদ করায় ও প্রশাসন কে সহযোগিতা করায় ভুমি দস্যুরা ক্ষিপ্ত হয়। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন পুকুর পরিদর্শন করতে গেলে খবর পেয়ে তিনি সংবাদ সংগ্রহ করতে গেলে সুজিত পাল ও মনোজ পালের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে হামলার চেষ্টা করে। পরে সাংবাদিক বিল্লাল খান সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এবিষয়ে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, নির্বাচনী জরুরী কাজে বানিয়াচং উপজেলায় আছি।
/জেটএন/