ফুলবাড়িয়ার প্রবীন শিক্ষক রুহুল আমিন আর নেই
মো: আব্দুস ছাত্তার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের চাঁদপুর ভাটিপাড়া নিবাসী মরহুম সাহেদ আলী মুন্সীর ২য় ছেলে পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. রুহুল আমিন (৭৫) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার বিকাল অনুমান ৪.৪৫ টায় সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ছেলে, ২ মেয়ে সহ বহু স্বজন রেখে গেছেন।
মরহুমের ১ম জানাজা সকাল ১০.০০ ঘটিকায় ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। ২য় জানাজা সকাল ১১.৩০ ঘটিকায় পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে। ৩য় জানাজা যোহর নামাজ বাদ মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ : প্রধান শিক্ষক আলহাজ্ব মো. রুহুল আমিন এর মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি অ্যাড. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, পলাশতলী আমিরা বাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল, পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান এইচএম আব্দুস ছাত্তার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ফুলবাড়িয়া উপজেলা ইউনিটের পক্ষে সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস ছাত্তার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।