শিরোনাম

South east bank ad

জমি দখলের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুর জেলার মেলান্দহ হাজরাবাড়ী বাজারের দুই একর তিন শতাংশ জমির মালিক গন হাজরা বাড়ী বাজারে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাসনা বেওয়া ,মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ.একরামুল হক সুলতান মাহমুদ মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ কে প্রশ্ন করলে তিনি বলেন জমির মৌজার সি এস মালিক মত বেওয়া তিনির নিকট থেকে আমার পিতা শামসুল হক আকন্দ ক্রয় সূত্রে মালিক হন। সি এস খতিয়ান-১১০/ সাবেক দাগ নং ৬১ জমি দুই একর তিন শতাংশ,দলিল নং ২৫১৬.

তিনি আরো বলেন যে হাজরাবাড়ী বাজারের হাল খতিয়ান নং ১ হাল দাগ নং ১৮৭ জমি দুই একর তিন শতাংশ। এ বিষয়ে একরামুল হক বলেন হাজরাবাড়ী বাজারে মহামান্য সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও মার্কেটের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ বন্ধ না হলে মানববন্ধন অব্যাহত থাকিবে।

একরামুল হক বলেন, “যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ চিঠিপত্র পাওয়ার পরেও ডিসি মোরশেদ জামান মহোদয় কাজ বন্ধ করেনি সে আমার কথা কোনই কর্ণপাত না করে মার্কেটের নির্মাণ কাজ চলমান রেখেছে। তাহলে কি দেশে কোন আইন নেই, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ ও মানে না।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: