শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর মতো মানবিক-দক্ষ নেতা পৃথিবীতে আর আসবে না: শেখ সেলিম

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই। এ পৃথিবীতে তার মতো দক্ষ নেতৃত্ব ও মানবিক নেতা আর আসবে না।

আজ (২৫ ডিসেম্বর) শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, তিনি আল্লাহর প্রেরিত একজন মহাপুরুষ ছিলেন। পাকিস্তান বারবার বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু তাকে দামিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু তার সাহসী নেতৃত্বে সব ষড়যন্ত্রকে নস্যাৎ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বাংলার মানুষের কথা বলেছেন। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে নিয়োজিত রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানিরা যখন কবর খোঁড়ে তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমাকে যদি হত্যা করো তবে আমার লাশটা আমার বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিও।

শেখ সেলিম জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার সব খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া যারা দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছেন।

সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: