শিরোনাম

South east bank ad

গফরগাঁওয়ে রিট করে প্রার্থীতা ফিরে পেলেন বিদ্রোহী প্রার্থী, দল থেকে হলেন বহিস্কার

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবির টিটু, (গফরগাঁও):

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাদিউল ইসলাম প্রার্থীতা ফিরে পেয়েছেন এবং ইউনিয়ন আওয়ামীলীগের থেকে বহিস্কৃত হয়েছেন।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান সমম্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হাদিউল ইসলামের রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন গত ১২ ডিসেম্বর প্রার্থীতা যাচাই-বাছাইয়ের দিন নিগুয়ারি ইউনিয়নের চেয়ারম্যান পদে হাদিউল ইসলামের প্রার্থীতা বাতিল করে। প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিউল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপীল করেন। গত ১৫ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপীল শুনানীতে হাদিউল ইসলামের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।

ফলে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক তাজুল ইসলাম মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গত ২০ ডিসেম্বর রির্টানিং কর্মকর্তা গণ বিজ্ঞপ্তি দিয়ে তাজুল ইসলাম মৃধাকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিউল ইসলাম হাইকোর্ট ডিভিশনে রিট আবেদন করলে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান নিয়ে গঠিত বেঞ্চ তাজুল ইসলাম মৃধাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।

হাদিউল ইসলামের প্রার্থীতা ফিরে পাওয়ার সিদ্ধান্ত দিয়ে তার নামে প্রতীক বরাদ্ধসহ নির্বাচনের সকল কার্যক্রমে তাকে অংশগ্রহনের সুযোগদানের আদেশ দেন হাইকোর্ট।কিন্ত এখনও হাদিউল কে কোন প্রতীক বরাদ্দ দেয়নি রিটার্নিং কর্মকর্তা।

হাদিউল ইসলামের আইনজীবি অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, হাদিউল ইসলামকে প্রার্থী রেখে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে আদেশ দেয়া হয়েছে।

হাদিউল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ি নিগুয়ারি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হবে। আমি ভোটের জন্য প্রস্ততি নিচ্ছি।


এই বিষয়ে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন,হাদিউল দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন অংশ নিচ্ছে তাই তার বিরুদ্ধে প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগ থেকে বহিস্কৃার করা হয়েছে পরে আমরা উপজেলা আওয়ামিলীগ সিদ্ধান্ত নিয়ে জেলাকে রিপোর্ট দিবো।

এই নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, প্রার্থীর আইনজীবির বার্তার মাধ্যমে হাইকোর্টের আদেশ সম্পর্কে জানতে পেরেছি। আমরা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের অফিসিয়াল সিদ্বান্তের অপেক্ষায় আছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: