চরফ্যাশনে নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ
আমিনুল ইসলাম, (চরফ্যাশন):
"মানুষ মানুষের জন্য" এই শ্লোগানে ভোলার চরফ্যাশন পৌরসভার বিভিন্ন স্থানে অসহায় শীতার্থ মানুষের মাঝে ভোলা জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন বাজার ফ্যাশন স্কয়ারে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র মোঃ মোরশেদ এই শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।
ভোলা জেলা নাগরিক ফোরাম দক্ষিণ এর সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাউন্সিলর আকতারুল আলম সামু, ভোলা জেলা নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোক্তার হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম ও আল আমিন মুন্না উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামি।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, মানবিক সেবায় স্বেচ্ছায় আত্নপ্রণোদিত হয়ে এই শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনন্য দৃস্টাস্ত স্থাপন করলো ভোলা জেলা নাগরিক ফোরাম।
অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ভোলা জেলা নাগরিক ফোরামকে ধন্যবাদও জানিয়েছেন পৌর মেয়র৷ ভোলা জেলা নাগরিক ফোরাম ইতিপূর্বে চরফ্যাশন উপজেলায় অসংখ্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, ঘর ও দোকান নির্মাণসহ সাধারণ মানুষের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন।
এমএফ