মীরেরগাঁওয়ে গাঁজা এবং ইয়াবাসহ আটক-৫
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
এসআই(নিরস্ত্র)/লিটন চন্দ্র নাথ, সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র)/মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ) আব্দুস সালাম, কং/১৪৫১ রেজাউল করিম, কং/৮৯৭ মিহির তালুকদার সর্ব কর্মস্থল জালালাবাদ থানা, এসএমপি, সিলেট জালালাবাদ থানার জিডি নং-১১০৭, তারিখঃ-২৪/১২/২০২১খ্রিঃ মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ২২:৩০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন তেমূখী পয়েন্টে অবস্থানকালে সংবাদ পান যে, অত্র জালালাবাদ থানাধীন মীরেরগাঁও সাকিনস্থ স্থানীয় মাঝপাড়া গোরস্থানের বিপরীতে জনৈক ময়না মিয়ার চাষাবাদের খালি জমিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত অনুমান ২৩:০৫ ঘটিকার সময় ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন মীরেরগাঁও সাকিনস্থ স্থানীয় মাঝপাড়া গোরস্থানের বিপরীতে জনৈক ময়না মিয়ার চাষাবাদের খালি জমিতে পৌছলে উল্লেখিত আসামীগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বেদিক ছুটাছুটি করে পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। কালা মিয়া(৫০) পিতা-মৃত শাহিদ @ ছাইদ আলী, ২। সোহরাব হোসাইন(৩২) পিতা-মৃত মাইন উদ্দিন, ৩। মোঃ সাহাব উদ্দিন(৪০) পিতা-মৃত মনির উদ্দিন, ৪। আব্দুর রউফ(৪১) পিতা-মৃত ময়না মিয়া, ৫। মোঃ মস্তার আহমদ(৩৮) পিতা-মোঃ মানিক উদ্দিন, সর্ব সাং-মীরেরগাঁও, ৮নং কান্দিগাঁও ইউ/পি, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের আটক করেন।
আটককৃত আসামীদের দেহ বিধি মোতাবেক তল্লাশী করাকালে ১নং আসামী কালা মিয়ার পরিহিত মেটে রংয়ের কোটের ভিতর হতে একটি সবুজ রংয়ের পলিথিনের ভিতর শুষ্ক গাঁজা জাতীয় মাদক দ্রব্য, যার ওজন ৩০০(তিনশত) গ্রাম, মূল্য অনুমান ৬,০০০/- টাকা এবং একই পলিথিনের ভিতর রক্ষিত জিপার যুক্ত কালো পলিথিনের ব্যাগে ৪৬(ছয়চল্লিশ) টি ইয়াবা ট্যাবলেট সদৃশ মাদক দ্রব্য, যার ওজন অনুমান- ৪.৬ গ্রাম, মূল্য অনুমান-১৩,৮০০/- (তেরহাজার আটশত) টাকা।
২নং আসামী সোহরাব হোসেন এর পরিহিত নীল রংয়ের জিন্সের ডান পকেট হতে ০৭(সাত) পুরিয়া গাঁজা, ৩নং আসামী মোঃ সাহাব উদ্দিনের পরিহিত টিয়া রংয়ের হুডির পকেট হতে ০৬ পুরিয়া গাঁজা, ৪নং আসামী আব্দুর রউফ এর পরিহিত কালো রংয়ের জ্যাকেটের উপরের বাম পকেট হতে ০৪(চার) পুরিয়া গাঁজা, ৫নং আসামী মোঃ মস্তার আহমদ এর পরিহিত কালো রংয়ের জ্যাকেট এর বাম পকেট হতে ০৬(ছয়) পুরিয়া গাঁজা সহ সর্বমোট-২৩(তেইশ) পুরিয়া গাঁজা, যার মূল্য ৪৬০/-(চারশত ষাট) টাকা, সর্বমোট আলামত ৩২৩(তিনশত তেইশ) গ্রাম গাঁজা সদৃশ মাদক দ্রব্য ও ৪৬(ছয়চল্লিশ) টি ইয়াবা ট্যাবলেট সদৃশ মাদক দ্রব্য, যার সর্বমোট মূল্য- ২০,২৬০/-(বিশহাজার দুইশত ষাট) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উদ্ধার পূর্বক ইং ২৪/১২/২০২১ তারিখ রাত ২৩:২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/লিটন চন্দ্র নাথ বাদী হয়ে ০৫জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-১৯, তাং-২৫/১২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/১৯(ক) রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি চার্জ-অফিসার, জনাব মোঃ আবু খালেদ মামুন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।
এসএমটি