শিরোনাম

South east bank ad

দৃঢ়প্রতিজ্ঞ কিংস আশাবাদী বাফুফে

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের খেলা। টুর্নামেন্টের সব কটি ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে অনুষ্ঠিত হবে। যেখানে স্বাধীনতা কাপ ও সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আজ শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে খেলবে না বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। মূলত কমলাপুরের টার্ফ ও বাফুফের নানা অনিয়মের কারণেই ফেডারেশন কাপ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে ফেডারেশন কাপের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দলটি।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আমাদের সময়কে বলেন, ‘কমলাপুরের টার্ফে আমরা স্বাধীনতা কাপ খেলেছি। সেখানে খেলে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। আরও অনেক ক্লাবের খেলোয়াড়রাও ইনজুরিতে পড়েছেন। এ ছাড়া বাফুফের অনেক অনিয়মের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফেডারেশন কাপে খেলব না।’

ইমরুল হাসান জানান, ফেডারেশন কাপের যে খসড়া সূচি তাদেরকে দেওয়া হয়েছিল- সেখানে কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপ ও ‘সি’ গ্রুপ খেলবে। কিন্তু চূড়ান্ত করা সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপ ‘বি’ গ্রুপের বিপক্ষে খেলবে। ‘সি’ গ্রুপ খেলবে ‘ডি’ গ্রুপের বিপক্ষে। এ পরিবর্তন করেছে বাফুফে। এর আগে স্বাধীনতা কাপেও একই কাজ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সেবার একই কাজ করেছে তারা। স্বাধীনতা কাপের খসড়া সূচিতে বলা হয়েছিল- ১৫ দলের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে তিনটি দল খেলবে। কিন্তু সেটি পরিবর্তন করে ‘এ’ গ্রুপে তিনটি দল রাখা হয়েছে। এ ছাড়া গত স্বাধীনতা কাপে ৪৮ ঘণ্টার মধ্যে ফাইনালে খেলতে হয়েছে কিংসকে। দলবদলের ক্ষেত্রেও খেলোয়াড়দের এনওসি নিয়ে অনিয়ম করেছে বাফুফে। সব মিলিয়ে ফেডারেশন কাপে খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও ফেডারেশন কাপে খেলবে না।

এ প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী আমাদের সময়কে বলেছেন, ‘কিছু পরিবর্তন হয়েছে। তবে যেভাবে ফেডারেশন কাপের ড্র হয়েছে, সেভাবেই খেলা অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস কিছু ব্যাপারে বলেছে। আমরা সেটা দেখছি।’ শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা খেলবে কিনা? আশা ছাড়ছেন না সালাম মুর্শেদী। তিনি মনে করেন, মুক্তিযোদ্ধা ও বসুন্ধরা কিংস খেলবে। কমলাপুরের টার্ফে খেলা নিয়ে অনেক কথা হচ্ছে। খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছে।

এ প্রসঙ্গে সালাম মুর্শেদীর বক্তব্য- এখানে দুটি টুর্নামেন্ট হয়েছে। দর্শকরা মাঠে খেলা উপভোগ করার সুযোগ পেয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় ঢাকার মধ্যে আর কোথায় খেলা আয়োজন করা যায়? মাঠ সংকটের কথা জানান সালাম মুর্শেদী। যাই হোক, ফেডারেশন কাপে শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা খেলবে কিনা- সেটি দেখার অপেক্ষা।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: