শিরোনাম

South east bank ad

এক গ্রামে ১ ভোটার

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সদর উপজেলার হুগড়া ইউনিয়নে মাধবপুর গ্রামে একজন ও কচুয়া গ্রামে মাত্র ১২ জন ভোটার রয়েছেন।

যমুনার ভাঙনে গ্রাম দুটি বিলীন হয়ে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিয়েছেন ভোটাররা। এখনো নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মাধবপুরে ১ জন ও কচুয়া গ্রামে ১২ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

জেলা নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায়, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৪৯২ জন। এর মধ্যে ধুলবাড়ি গ্রামে ১৪৯১ জন ভোটার ও মাধবপুর গ্রামে ১ জন ভোটার রয়েছেন।

এছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৬২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে চরহুগড়া গ্রামে ২৫৫০ জন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।

হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল জানান, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে পূর্বে ৭-৮শ ভোটারের বসবাস ছিল। কিন্ত যমুনার করাল গ্রাসে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে জেলা নির্বাচনের ভোটার তালিকায় এ গ্রামে একজন ভোটার রয়েছেন। এছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকায় কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন। এ গ্রামটিও যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: