ইউনিয়ন ব্যাংকের সাতক্ষীরা শাখা উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শরী'আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা সদরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শাখা উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম, ইমপেক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান এবং কেএটিএস মাল্টিপেস্নক্সের স্বত্বাধিকারী মো. আখতারুজ্জামান কাজল।
এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং সাতক্ষীরার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।