রাজশাহীতে ৬৫৬ টাকার এসি টিকিট ৫০ টাকা!
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী):
ট্রেনের ৬৫৬ টাকার এসি টিকিট বিক্রি হয়েছে মাত্র ৫০ টাকায়!
পড়ে পাঠক হয়তো একটু আশ্চর্যই হবেন। আশ্চর্যজনক হলেও এটাই সত্য। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার টিকিটের মূল্য ঠিক এমনই ছিল। শুধু তাই নয়; রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি না হওয়ায় অনেক টিকিট ছিড়ে ডাস্টবিনেও ফেলে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকায় সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থগিত ঘোষণা করা হয়। এতেই দেখা দেয় বিপত্তি। এর ফলে শত শত যাত্রী বৃহস্পতিবার রাতের আন্তঃনগর ট্রেন ধূমকেতু (রাত ১১টা ২০ মিনিট) এবং শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালের সিল্কসিটি ট্রেনের (সকাল ৭টা ৪০ মিনিট) কেটে রাখা টিকিট নিয়ে বিপাকে পড়েন।
এ সময় চাকরি প্রার্থী যাত্রীরা রেল স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিটগুলো ফেরত দিতে চান। কিন্তু কাউন্টার থেকে ওই টিকিট নিতে অস্বীকার করা হয়। এতেই বাধে সমস্যা, শুরু হয় হট্টগোল।
এর মধ্যে যে যেমনভাবে পেরেছেন কোনো রকমে ‘পানির দামে’ টিকিট বিক্রি করে বাড়ি চলে গেছেন। কেউ কেউ টিকিট বিক্রি করতে না পেরে রাগে-ক্ষোভে তা ছিড়ে ডাস্টবিনে ফেলেছেন। অনেকে আবার স্টেশনে আসা ঢাকামুখী যাত্রীদের হাতে ‘ফ্রি’ টিকিট দান করে দিয়েছেন।
ট্রেনের টিকিট ফেরৎ দিতে আসা আব্দুল মতিন নামে এক পরীক্ষার্থী বলেন, ‘হঠাৎ জানতে পারি যে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। কালবিলম্ব না করে টিকিট ফেরৎ দেয়ার জন্য স্টেশনে চলে আসি। কিন্তু এসে শুনি নিয়ম অনুযায়ী, আমি ৫০ টাকা ফেরৎ পাবো। এজন্য রাগ করে কাউন্টারে টিকিট না দিয়ে ৫০ টাকায়ই এক যাত্রীর নিকট টিকিটটি বিক্রি করে দিয়েছি।
তারান্নম মুসতারি নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘হঠাৎ করে পরীক্ষা বন্ধ করে দেয়া কতটুকু যুক্তিযুক্ত। এভাবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি করা মোটেও কাম্য না। টিকিট ফেরৎ দিতে এসে দিতে পারিনি। পরে একজনকে এমনিতেই টিকিট দিয়ে দিয়েছি।
এ বিষয়ে রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ট্রেনের টিকিট ফেরত দেওয়ার জন্য সরকারি নীতিমালা রয়েছে। এ ক্ষেত্রে ট্রেনের টিকিট কেনার পর ট্রেন ছাড়ার আগ-মুহূর্ত পর্যন্ত কী কী শর্তে ও ঘণ্টা হিসেবে শতকরা ডেমারেজ কত টাকা কেটে কত টাকা ফেরত পাওয়া যাবে এবং কোন সময় পর্যন্ত কীভাবে টিকিট ফেরত দেওয়া যাবে, তা টিকিটের অপর পৃষ্ঠায় স্পষ্ট আকারে লেখা রয়েছে। সেই হিসেবে ৬৫৬ টাকার ক্রয়কৃত এসি টিকিট প্রতি ৫০ টাকা ফেরৎ পেয়েছে।
অনেকেই আবার কোনো টাকাই ফেরৎ পাননি। কেননা, ট্রেন ছাড়ার ৬ ঘণ্টা আগে কোনো যাত্রী টিকিট ফেরত দিতে চাইলে সে কোনো টাকা ফেরত পাবে না।
সমাজসেবা অধিদপ্তরের চাকরি প্রার্থী যারা টিকিট ফেরত দিতে এসেছিলেন, কাউন্টার থেকে তাদের সেই শর্তসমূহের কথাই বলা হয়েছিল। এরপর তারা ফেরত না দিয়ে নিজ নিজ দায়িত্বে টিকিট বিক্রি করে চলে গেছেন। এখানে রেল কর্তৃপক্ষের করার তেমন ছিল কিছুই ছিল না বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।