বগুড়ায় সাড়ে ৫৯ লিটার মদসহ গ্রেফতার-১
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শহরের সাতমাথায় সাড়ে ৫৯ লিটার দেশি মদসহ একজনকে আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটক ব্যক্তির নাম আবুল মমিন (৪০)। তিনি শাজাহানপুরের ঘাসিড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া র্যাব কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। অভিযানে মমিনকে সাড়ে ৫৯ লিটার মদসহ গ্রেফতার করা হয়।
তিনি জানান ১১৯টি ৫০০ মিলি লিটারে ভরা মদসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কমান্ডার।