সার্জেন্ট মহুয়ার বাবার চিকিৎসায় সাড়ে ৮ লাখ টাকা অনুদান ডিএমপির
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মনোরঞ্জন হাজংয়ের চিকিৎসার জন্য আট লাখ ৪২ হাজার ২০০ টাকার অনুদান তার মেয়ে পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের হাতে তুলে দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপির সদর দপ্তরে এই আর্থিক অনুদান দেওয়া হয়।
গত ২ ডিসেম্বর রাতে রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যানবাড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। দুর্ঘটনার দুই সপ্তাহ পর বনানী থানা মামলা নেয়। তবে মামলার দু'দিন আগে প্রাইভেটকারের চালক বিচারকের ছেলে সাইফ হাসানের সাধারণ ডায়েরি (জিডি) নেয় পুলিশ। পুলিশ কর্মকর্তা হয়েও বাবার দুর্ঘটনায় ন্যায়বিচার না পাওয়ায় পুলিশের কারও কারও মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়।
মনোরঞ্জন বর্তমানে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার মেয়ে সার্জেন্ট মহুয়া হাজং ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত।
/জেটএন/