শিরোনাম

South east bank ad

পুলিশ সদস্যদের প্রফুল্ল রাখতে মাসিক ক্রীড়া প্রতিযোগিতা রাখতে হবে- ডিআইজি আক্তারুজ্জামান

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেছেন- বছরের প্রতিটি দিন রাত বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের স্বার্থে পুলিশ সদস্যদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়ত কাজ করে যেতে হচ্ছে। মনকে স্বতঃস্ফূর্ত ও প্রফুল্ল রাখতে অন্তত প্রতিমাসে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর ব্যবস্থা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) "মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি" এই প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি এসব কথা বলেন।

জাতীয় পতাকা ও পুলিশ বাহিনী পতাকা উত্তোলন, পায়রা, উদ্বোধনী ব্যানার ও বেলুন উড়িয়ে বিকেল ৩ টার দিকে অনুষ্ঠিত বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এসময় প্যারেড, জাতীয় ধ্বনি ও ক্রীড়া শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনের সূচনা করা হয়। এতে ক্রীড়া শপথ বাক্য পাঠ ও প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল পুলিশ সদস্যদের পরিবার নিয়ে নানা ধরনের খেলাধুলা। এছাড়াও পুলিশ সদস্য ও ক্রীড়া সংগঠনের মধ্যে ছিল এক মনমুগ্ধকর হাডুডু প্রতিযোগিতা, নারী পুলিশ সদস্যদের মধ্যে হাড়িভাঙ্গা অন্যতম।

সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার ও আমন্ত্রিত অতিথিবর্গকে ক্রেস্ট তুলে দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি ও পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক।

সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন বরগুনা জেলা পুলিশ।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: