প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক চৌধুরী
জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইউপি চেয়াম্যান প্রার্থী আমিনুল হক চৌধুরী।
সারা দেশে ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি আনোয়ারা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বারশাত ইউনিয়নে আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন আমিনুল হক চৌধুরী। মনোনয়ন সংগ্রহের পর থেকেই ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রচারণার সময় আমিনুল হক চৌধুরী প্রতিশ্রতি দিয়ে বলেন, বারশত ইউনিয়ন থেকে মাদক নির্মূল করে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রূপে এলাকাবাসীকে উপহার দিবো এবং সালিস মীমাংসার ব্যাপারে কোনো অভিযোগ এলে দ্রুত সময়ে ফয়সালা করবেন বলেও তিনি জানান।