শিরোনাম

South east bank ad

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। এই জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল কার্লো আনচেলত্তির দল।

গতকাল (২২ ডিসেম্বর) বুধবার রাতে সান মায়েসে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের তিন পয়েন্ট পাওয়ায় বড় অবদান আছে গোলরক্ষক থিবো কোর্তোয়ারও। চমৎকার কিছু সেভে ব্যবধান ধরে রাখেন তিনি।

প্রতিপক্ষের মাঠে খেলার চতুর্থ মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় সফলতম ক্লাবটি। টনি ক্রুস পাস ধরে চমৎকার বাঁকানো শটে বল জালে জড়ায় ফরাসি স্ট্রাইকার। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বিলবাওয়ের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটিও করেন বেনজেমা।

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর জবাব দিতে দেরি করেনি বিলবাও। দশম মিনিটে ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ব‍্যবধান কমান ওইহান সানসেট।

ম্যাচের ১০ মিনিটে ৩ গোল হলেও বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোন দলই।

তবে কয়েকবারই দ্রুত গতিতে বল নিয়ে এগিয়ে যায় রিয়াল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারায় তারা।

৭৮তম মিনিটে একটুর জন‍্য ইনাকির ক্রসের নাগাল পাননি তার ভাই নিকো উইলিয়ামস। এগিয়ে এসে ঝাঁপিয়ে বিপদমুক্ত করেন কোর্তোয়া। তিন মিনিট পর আজারের শট ফিরিয়ে দেন বিলবাও গোলরক্ষক।

তাতে ব্যবধান আর বাড়াতে পারেনি বেনজেমারা।

এই জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো রিয়াল। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া।

শিরোপাধারী অ্যাথলেটিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। এক পয়েন্ট কম নিয়ে সাতে আছে বার্সেলোনা।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: