নগরকান্দা ও সালথা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন
শফিকুল খান জনি, (ফরিদপুর):
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ এবং সালথা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
শপথ গ্রহন করেন নগরকান্দা উপজেলার তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দীন মন্ডল, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, কোদালিয়া শহীদনগর ইউপি চেয়ারম্যান খোন্দকার জাকির হোসেন নিলু, চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান। সালথা উপজেলার মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দীন মাতুব্বর, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান সোহাগ, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
উল্লেখ্য, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফলাফল হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকায়, সালথা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বল্লভদী ইউনিয়ন বাদে বাকী ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেন।
এছাড়া, সালথা উপজেলার রামকান্তপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইশারত হোসেন কারাগারে থেকে নির্বাচন করেন । তাকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য নগরকান্দা ও সালথা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ নভেম্বর।