ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :
আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপরে নৌকা মার্কার প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আকচা ইউনিয়নের ফাড়াবাড়ী বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী সালাউদ্দিন বাদশা অভিযোগ করে বলেন, গত ২০ তারিখে দুপুর একটায় আমি এবং আমার কয়েকজন কর্মী বিলপাড়ায় ভোট প্রচারে যাই।দুপুর সোয়া একটার দিকে নৌকা মার্কার প্রার্থী চেয়ারম্যান সুব্রত বর্মন এর নেতৃত্বে অনিক, তারিনী, মোশাররফ, সুদেবসহ আরো ৫০ জন আমার কর্মীদের মারধর করে।
এতে আমার কর্মী সাজ্জাদ গুরুতর আহত হয় এবং হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া আমার কর্মী আলমগীর, সইদূর, রায়হান, রাসেল আরও চারজনকে সুব্রত বর্মনের লাঠিয়াল বাহিনী বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের কারণে আহত হয়।
২১ তারিখে আমার কর্মীদের একটি মোটরসাইকেল মিছিল ফাড়াবাড়ী হাট অতিক্রম করার সময় সুব্রত বর্মন ও তার সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেলগুলোর গতি রোধ করে আমার কর্মীদের মারধর করে। ঐ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা কোন ব্যাবস্থা না নিয়ে উল্টো আমাদেরকে গালিগালাজ করে এবং আমাদেরকে থানায় ধরে নিয়ে যেতে চায়।
আমার বিজয় নিশ্চিত জেনে সুব্রত বর্মন সব জায়গায় বলে বেড়াচ্ছে প্রশাসন আমার পক্ষে তাই নির্বাচন পর্যন্ত আমাকে ও আমার কর্মীদের মাঠে থাকতে দেবেনা।
সালাউদ্দিন বাদশা আরও বলেন,বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানা ও রিটার্নিং অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করা হয়।কিন্তু প্রশাসন কোন ব্যাবস্থা গ্রহণ করেনি।
প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ এবং সুব্রত বর্মনের সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এ বিষয়ে আমি সন্ধিহান।বিষয়টি উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানোর জন্য অনুরোধ করছি।
সংবাদ সম্মেলন কালে জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।