শিরোনাম

South east bank ad

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা শিহাব উদ্দিন বাবু হত্যার প্রধান আসামি সাগর (২৮) কে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেলে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর শাজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার নামে ৩টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৩০ মে রাতে শাজাহানপুর উপজেলার শাবরুল বাজারে চায়ের দোকানে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রাম দা নিয়ে বাবুর উপর হামলা চালায় এবং মাথায় উপর্যুপরি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুর। বাবু সাবরুল বাজারে মাছের ব্যবসা ছাড়াও কয়েকটি দোকান ঘরের মালিক ছিলেন।

র‌্যাব জানায়, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বাবু হত্যাকান্ডে আটককৃত সাগর লিডার হিসেবে অংশগ্রহণ করেছিল। গ্রেফতারকৃত আসামী বাবু হত্যার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল এবং মাঝে মাঝে আইন শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল।

তার বিরুদ্ধে খুনের ৩টি, অস্ত্র ১টি, মারামারি ৩টি, দ্রুত বিচার আইনের ১টি এবং মাদকের ৩টিসহ সর্বমোট ১১টি মামলা রয়েছে। এছাড়াও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বর্তমানে সে সন্ত্রাসী গ্রুপ পরিচালনাসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিল।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: