গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল (২০ ডিসেম্বর) সোমবার সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/ দেবাশীষ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ)/ শামীম উদ্দিন, এসআই (নিঃ)/ নূর মোহাম্মদ তাপাদার, কনস্টেবল/২৫৬ মোঃ ফরিদ উদ্দিন, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/২০২৩ রিপন মিয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন চালিবন্দর সোবহানীঘাট রোড হইতে কাষ্টঘর যাওয়ার রোডে ফয়সল মোটরসাইকেল ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১।
মোঃ ইমন মিয়া (২৪),পিতা- মঞ্জু মিয়া, মাতা- ফেরদৌসি বেগম, সাং- তলাগ্রাম (মুন্সিপাড়া), থানা-বরুড়া, জেলা- কুমিল্লা, বর্তমানে- পশ্চিম তেররতন, বড় মিয়ার কলোনী, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ০৯ (নয়) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এসএমটি