রক্তসৈনিকের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ
সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর:
প্রতি বছরের ন্যায় এই বছরেও রক্তসৈনিক বাংলাদেশ এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। ১৭-ই ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলার জগৎপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ ২০ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় সূর্যদীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল আমিন রাজু বলেন প্রতিবছর আমরা এমন আয়োজন করে থাকি এবং সামনেও আয়োজন করে যাব। রক্তসৈনিক পরিবার সবসময় মানুষের পাশে রয়েছে এবং থাকবে।
আল আমিন বলেন আমরা সবসময় গরীব, অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং বিগত বারের মতো এই বছরেও অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছি, তাছাড়া এইবার আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝেও কম্বল বিতরণ করে যাচ্ছি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম হোসেন ও ডা: শারমিন রহমান অমি, উপদেষ্টা মন্ডলী সদস্য রক্তসৈনিক বাংলাদেশ, শেরপুর।
আরো উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, কার্যকরী সভাপতি আশরাফুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন, পাঠাগার বিষয়ক সম্পাদক শোয়াইব রহমান, সদস্য শাকির মাহমুদ, মাজহারুল ইসলাম, আরিফুর রহমান সহ সূর্যদী স্কুল শিক্ষক আবুল হাশেম সহ আরো অনেকে।