শিরোনাম

South east bank ad

ঢাকা-ময়মনসিংহ সড়কে নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে নিহত-২, আহত-১২

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল পৌরশহরের নওধার জিরোপয়েন্ট এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে বাসের চালকসহ দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আরো অন্তত ১২জন আহত হয়েছে।

নিহতরা হলেন বাস চালক মো. জুয়েল (২২) ও কাঠমিস্ত্রি শ্রী হেমেন্দ্র সুত্রধর (৫২) নামে দুইজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহি বাস ইমাম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশাল পৌরশহরের নওধার জিরোপয়েন্ট এলাকায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে পার্কিং করা একটি ট্রাক ও অটোতে ধাক্কা দেয়। এত করে বাস, অটো ও ট্রাক ধুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাস চালক মো. জুয়েল ও কাঠমিস্ত্রি শ্রী হেমেন্দ্র সুত্রধর নিহত হন। এ সময় আহত হন অন্তত ১২ যাত্রী। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় সিয়াম, মতিন, সাইফুল, বাকিলসহ ৫ জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত বাস চালক জুয়েল হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের সেলিমের ছেলে ও কাঠমিস্ত্রি শ্রী হেমেন্দ্র সূত্রধর ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্রে ছেলে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্কিং করা অটো ও একটি ট্রাককে চাপা দিলে ঘটনাস্থলেই বাসচালক জুয়েল ও কাঠমিস্ত্রি শ্রী হেমেন্দ্র সুত্রধর নামে দুইজন নিহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: