শঙ্কা কাটিয়ে করোনা নেগেটিভ সবাই, কাল থেকে অনুশীলন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নিউজিল্যান্ড সফরে গিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। সাতদিনের কোয়ারেন্টিন করার কথা থাকলেও করতে হয়েছে ১০ দিন। তার উপর ওমিক্রন শঙ্কায় কোয়ারেন্টিন জটিলতায় সিরিজ স্থগিত করে দেশে ফিরে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা। মূলত জাতীয় দলের বহনকারী বিমানের এক যাত্রীর ওমিক্রন আক্রান্ত হওয়া ও স্পিন কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ আসায় এত সমস্যায় পড়ে টাইগাররা। অবশেষে সব কিছু থেকে মুক্তি মিলেছে, কাল থেকে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।
১৬ ডিসেম্বর টাইগারদের সাতদিনের কোয়ারেন্টিন শেষ হয়। যতটা স্বস্তির দেখা মিলেছিল সেদিন, তার ২৪ ঘণ্টা না পেরোতেই আসে নতুন শঙ্কা। সবাইকে আরও তিনদিন কোয়ারেন্টিনে পাঠায় নিউজিল্যান্ড সরকার। করোনার তৃতীয় পরীক্ষার জায়গায় চতুর্থ পরীক্ষা করতে হয়েছে তাদের। অবশেষে সবাই নেগেটিভ এসেছেন।
আজ সোমবার (২০ ডিসেম্বর) ভোরে নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় এই সুখবর জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘গতকাল আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল। আজ সকালে ফলাফল এসেছে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’
ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে কাল থেকে পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ দল। সেখান থেকেই কাল সরাসরি টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। মাহমুদ বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি থেকে কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৯ জানুয়ারি।
/জেটএন/