নগরকান্দায় প্রাইম ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন
শফিকুল খান জনি, (ফরিদপুর) :
ফরিদপুরের নগরকান্দায় প্রাইম ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে নগরকান্দা সদর বাজারের বটতলা সংলগ্ন মুন্সী সৈয়দ আলী ভবনে আনুষ্ঠানিক ভাবে এ শাখার উদ্বোধন করা হয়। প্রাইম ব্যাংকের এ ভি পি মোহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, ব্যাংকের চ্যানেল ডেভেলপমেন্ট ক্লাস্টার হেড শীর্ষেন্দু শেখর বিশ্বাস, নগরকান্দার বিশিস্ট ব্যবসায়ী জাহিদ হোসেন সুইট, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান, বাজার বনিক সমিতির সহ সভাপতি জাকির হোসেন, অত্র শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান চৌধুরী।