গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল):
ময়মনসিংহ ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিম ত্রিশালের পৌরসভা এলাকা সহ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ড নওধার ভাংতি সুতির বাড়ি রোড এলাকা থেকে মোঃ শাহ আলম (২৩)কে, ৫০০গ্রাম গাঁজা এবং আকছামুল হক ওরফে হীরাকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মূলহোতাদের মামলার আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানায় স্থানীয়রা।