উগ্রবাদ প্রতিহতে নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেটে উগ্রবাদ প্রতিহতের অংশ হিসেবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
২০/১২/২০২১ রোজ সোমবার সকাল ১০টার দিকে হোটেল সুপ্রিম মিরাবাজার, সিলেটে দি এশিয়ান ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহযোগিতা এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ফেয়ার্সের (আইডিয়া) আয়োজনে কর্মশালার উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সৈয়দ আনিসুর রহমান,অফিসার ইনচার্জ ,শাহপরান থানা এসএমপি সিলেট।
বিশেষ অতিথি ছিলেন দি এশিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হামিদুল হক। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইডিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী, সহযোগিতায় কংকন কান্তি দাশ ও সামিউল কবির।
এমএফ