নাইক্ষ্যংছড়িতে মা সমাবেশ ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম
সোহেল কান্তি নাথ, (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের দ্বিতীয় দিনে মা সমাবেশ ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি এ্যনিং মার্মার উপস্থিতিতে মা সমাবেশ ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি চেয়ারম্যান এ্যানিং মার্মা বলেন, সোনাইছড়ি একটি দূর্গম প্রত্যন্ত অঞ্চল, এই এলাকায় মা সমাবেশ ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রমের মাধ্যমে এলাকার পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পরিবার পরিকল্পনা বিভাগ নিঃসন্দেহে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ ইনচার্জ জনাব মোঃ শাহজাহান বলেন, সোনাইছড়ি দূর্গম এই এলাকাটি একটি শান্তিপ্রিয় এলাকা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে অত্র অঞ্চলের সাধারণ মানুষের সেবা প্রদান করলে দেশের উন্নয়নে যুগান্তকারী সাফল্য বয়ে আনবে। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে প্রশংসা করেন।
পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষে সোনাইছড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব এস, এম, সালাহউদ্দীন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে গ্রামকে শহরে রূপান্তরিত করতে হলে এই সকল দূর্গম এবং অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা বাধ্যতামূলক।
প্রধানমন্ত্রীর উক্ত মন্তব্যকে বাস্তবে রুপদান করতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বদ্ধপরিকর। তার প্রতিফলন ইতোমধ্যে দেখা যাচ্ছে। পার্বত্য জেলা বান্দরবানের পরিবার পরিকল্পনা বিভাগের কর্ণদ্বার উপ পরিচালক জনাব ডাঃ অংচালু মহোদয়ের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও প্রশংসা মন্ত্রণালয় পর্যন্ত স্বীকৃতি পেয়েছে বেশ কয়েকবার।
বক্তব্যের শেষে ইউপি চেয়ারম্যান ও পুলিশ ইনচার্জদ্বয়ের উপস্থিতিতে সেবা সপ্তাহ উপলক্ষে পরিবারের পরিকল্পনা বিভাগের পক্ষে ১০ জন গর্ভবতী মাদেরকে কম্বল, দরিদ্র জনগোষ্ঠীের মধ্যে ৪০ জনকে পরিষদের পক্ষে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গর্ভবতী মাদের জন্য ভাতের প্লেট ও মায়ের ব্যাংক, কিশোরীদের জন্য স্যানিটারি প্যাড, খাতা ও কলম এবং নব দম্পতিদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান মংয়ে মার্মা, এএসআই মোঃ মনির হোসেন, মিলন মার্মাসহ পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদানকারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।