শিরোনাম

South east bank ad

রানা আকন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

আজকের পত্রিকার নেত্রকোনা কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের মোক্তারপাড়াস্থ পৌরসভার সামনে প্রধান সড়কে নেত্রকোনা সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সাংবাদিক জুয়েল বিশ্বাসসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, নেত্রকোনাসহ সারাদেশে বিভিন্ন সময় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা এবং দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এতে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ অংশ নেয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: