বান্দরবানে কিশোরীদের বার্ষিক সম্মেলন
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর শ্রেয়া প্রকল্পের কিশোরীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের আবাসিক রয়েল হোটেল এর হলরুমে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে অনন্যা কল্যাণ সংগঠনের (একেএস) নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলীর সভাপতিত্বে বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মো.হাছান আলী,বান্দরবান পৌরসভার কাউন্সিলর এমেচিং মারমা, কাউন্সিলর শাহানারা আক্তার শানু, দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান জেলা শাখার সভাপতি অং চ মং, এডভোকেট বাচিং থোয়াই মারমা , এডভোকেট সারা সুদীপা ইউনুস,অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর শ্রেয়া প্রকল্পের প্রোগাম কো-অডিনেটর পেককিম বম, প্রকল্প সি.এফ কুলসুমা আকতার,ইলি প্রু মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)এর বিভিন্ন প্রকল্পের কিশোরীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক সম্মেলন এর শুরুতে মোমবাতি প্রজ্জলন করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে উপস্থিত সকলে। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা।
সভায় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর শ্রেয়া প্রকল্পের প্রোগাম কো-অডিনেটর পেককিম বম স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রেয়া প্রকল্পে অসংখ্য কিশোরী অন্তভুক্ত রয়েছে আর এই প্রকল্পের মাধ্যমে কিশোরীরা তাদের স্বাস্থ্য সুরক্ষা,জীবন দক্ষতা,বাল্য বিবাহের কুফলসহ বিভিন্ন বিষয় সর্ম্পকে সচেতন হচ্ছে।
অনুষ্ঠানে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন ,নারীদের উন্নয়নে কাজ করতে হবে সবাইকে ,বিশেষ করে নতুন প্রজন্মকে আমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আর তার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে হবে আর এতে মেধার উন্নয়নের সাথে স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে।
/জেটএন/