শিরোনাম

South east bank ad

কাউন্সিল অব এমআইএসটির একুশতম সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কাউন্সিল অব এমআইএসটির একুশতম সভা আজ রবিবার (১৯ ডিসেম্বর ২০২১) ঢাকাস্থ মিরপুর সেনানিবাসের নিজস্ব কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামান, বিএসপি, এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই শিক্ষামন্ত্রীকে এমআইএসটি কমপ্লেক্সে স্বাগত জানান ।

সভায় এমআইএসটির উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকগুলি যেমন- ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ‘শেখ রাসেল কর্ণার’ স্থাপন, ফুল টাইম মাস্টার্স ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের তালিকাভুক্তি, অসামরিক ফ্যাকাল্টির উচ্চতর শিক্ষা, এমআইএসটির অধীনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিইডব্লিউএম), সেন্টার ফর এ্যাডভান্স কম্পিউটিং এন্ড রিসার্চ (সিএসিআর), সেন্টার ফর রোবোটিক অ্যান্ড অটোমেশন (সিআরএ) চালুসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভাইস চ্যান্সেলর বিইউপি, সহকারী নৌবাহিনী প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধান, ইঞ্জিনিয়ার-ইন-চীফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: