শিরোনাম

South east bank ad

বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে শেরপুরে ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতা

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে শেরপুরে ক্রিড়া প্রতিযোগিতার উদ্ভোধন করা হয়েছে। শনিবার ১৮ ডিসেম্বর রাত ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ইনডোরে প্রতিযোগিতার ৬টি খেলার উদ্ভোধন ঘোষনা করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

টেবিল টেনিস উপ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভী এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি সাদিক আল সাফিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, ব্যাড মিন্টন উপ কমিটির সাধারণ সম্পাদক অজয় কুমার চক্রবর্তী জয়।

এসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কোহিনূর রহমান বিদ্যুৎ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগি খেলার মধ্যে রয়েছে বলিবল, কাবাডি, হেন্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এ্যাথলেটিকস।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: