শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সামনে এগোতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

শনিবার (১৮ ডিসেম্বর‌) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এক সাথে যারা হেঁটেছেন, খেলেছেন, পড়েছেন তারা একত্রিত হয়ে মিলনমেলা করেছেন, এটা সত্যিই গৌরবের- আনন্দের। বিদ্যালয়টি যেন পিছিয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে। বরুড়ার সাংস্কৃতিক কর্মযজ্ঞকে আরো বিকশিত করার জন্য শিল্পকলা একাডেমি স্থাপন করা হবে। এর মাধ্যমে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা নিজেদের কাজকে ফুটিয়ে তুলতে পারবে। এই স্কুলেও একটি লাইব্রেরী হবে, সংস্কৃতির জন্য সরঞ্জামাদীসহ একজন শিক্ষক দেওয়া হবে।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। প্রাণের আনন্দে মেতে ওঠে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৫৩ জন বীরমুক্তিযোদ্ধা ও ১৩ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। গত শুক্রবার দুই দিনব্যাপী ওই অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, পুলিশের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমেদ, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম প্রমুখ।
জেটএন

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: