আনোয়ারায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
জাহিদ হাসান, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর ) বিকেলে বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সহকারী শিক্ষক প্রতাপ গুপ্ত এর সঞ্চালনায় এবং আনোয়ারা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোছাইন সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নিলু প্রভা বিশ্বাস।
এই সময় বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শিলিপ কান্তি বিশ্বাস, সহকারী শিক্ষিকা সাবিহা নিগার, প্রিয়াংকা দাশ গুপ্তা, মনোয়ারা বেগম, সহকারী কাব লিডার রিয়াদ হোসেন সহ প্রমুখ। এতে অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেটএন