শিরোনাম

South east bank ad

বগুড়ার পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরান হোসেন রিগ্যান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের গোদারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরান হোসেন রিগ্যান (২৩) কাহালু উপজেলার শেখাহার এলাকার বাসিন্দা।

এদিকে শনিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংর্ঘষে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে উল্টে পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় মহাসড়কের উভয়পাশে প্রায় তিন দুই কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য যানবাহন আটকে থাকে। তবে প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সূর্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে পোঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের অপর আরেকটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত ১০জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে এবং গুরুতর আহত ২০জনকে বগুড়ার শজিমেকে নিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেটএন

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: