শিরোনাম

South east bank ad

বরখাস্ত মেয়র আব্বাসের আস্তানার পাশ থেকে ২১টি দেশিয় অস্ত্র উদ্ধার

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

বহুল সমালোচিত রাজশাহীর কাটাখালীর পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলীর আস্তানার পাশ থেকে রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ ২১ টি দেশিয় অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাটাখালী বাজার সংলগ্ন মাংসহাটের পাশের একটি ফাঁকা জায়গা থেকে দুটি বস্তায় ভর্তি অবস্থায় এই অস্ত্রগুলো পাওয়া যায়। তবে কারা এগুলো সেখানে রেখে গেছেন তা এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় প্রথমে দেশিয় এই অস্ত্রগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে এই দেশিয় অস্ত্রগুলো সেখানে রেখে চলে যায়। তবে কারা এগুলো রেখে গেছে তাদেরকে এখনো সনাক্ত করা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা জানা যাবে।

উল্লেখ্য, কিছুদিন আগে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যেও একটি অডিও ফাঁস হয় বরখাস্ত হওয়া মেয়র আব্বাসের। পরে এই ঘটনায় গত ২৪ নভেম্বর দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। পরে গত ২৫ নভেম্বর রাতে ১২ কাউন্সিলর রাজশাহী জেলা প্রশাসক বরাবর অনাস্থাপত্র ও রেজুলেশন জমা দেন। এরপর গত ২৬ নভেম্বর সন্ধ্যায় মেয়র আব্বাসকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

গত (০১ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর কাকরাইলের ঈশা খাঁ হোটেল থেকে আব্বাস আলীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর আব্দুল মোমিনের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে আব্বাসকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গত (৬ ডিসেম্বর) আব্বাসের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে এখন কারাগারে রয়েছেন তিনি।

এরই মধ্যে গত (৮ ডিসেম্বর) আব্বাস আলীকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: