শিরোনাম

South east bank ad

বিজয় দিবসে প্রত্যেকের দোকানে লাল-সবুজের পতাকা

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে চুনারুঘাট পৌর শহরে বিজয়ের মাসে প্রত্যেকের দোকানে একটি করে লাল-সবুজের পতাকা বিতরণ করেছে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যান সমিতি(ব্যকস) নেতৃবৃন্দ। গত (১৬ ই ডিসেম্বর) বৃহস্পতিবার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো: সালাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুলের পরিচালনায় সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রত্যেকের দোকানে দোকানে গিয়ে একটি করে লাল-সবুজের পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক সহ আরো অনেকই।

জাতীয় এ দিবস উপলক্ষে চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন দোকানে দেখা গেছে জাতীয় পতাকা। এমনকি পতাকা নিজ হাতে টাঙ্গিয়ে দিচ্ছেন ব্যকস নেতৃবৃন্দ। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও বাজার ব্যবসায়ীরা । প্রসঙ্গত ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর (১৬ ডিসেম্বর) চূড়ান্ত বিজয় অর্জন করেন সংগ্রামী বাঙালি জাতি। এই দিনটি তাই বাঙালিদের উৎসবের দিন, উদযাপনের দিন। এই বিজয় উৎযাপনের অন‌্যতম অনুষঙ্গ লাল-সবুজ জাতীয় পতাকা।

বিজয় দিবসে অফিস-আদালত থেকে শুরু করে ব‌্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এমনকি অনেকে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বিজয়ের আনন্দ উদযাপনে শামিল হন। এজন‌্য দেশজুড়েই জাতীয় পতাকার চাহিদা থাকে অনেক বেশি। সারা বছর যত পতাকা বিক্রি হয়, ডিসেম্বর মাসে বিক্রি হয় তার চেয়ে বেশি। এবার চুনারুঘাট পৌর শহরের অলিগলিতেও পতাকা দেখা যায়। কথা হয় কাপড় ব্যবসায়ী কালামের সাথে তিনি বলেন, আমাদের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর নেতৃবৃন্দ এবারই এই প্রথম তাদের নিজ উদ্যোগে আমাদের মাঝে বিজয়ের মাসে প্রত্যেকের দোকানে একটি করে লাল-সবুজের পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন । বিজয়ের মাসে প্রত্যেকের দোকানে একটি করে লাল-সবুজের পতাকা দেখে মনটা ভরে গেল। শুধু আমাদের ব্যবসায়ী নয়, এই বিজয়ের মাসে সবার ঘরে ঘরে পতাকা দেখতে চাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: