শিরোনাম

South east bank ad

যশোরে মোটর শ্রমিক খুন

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের বকচর কবরস্হান এলাকায় আব্দুর রহমান রাকিব হোসেন( ২৮) নামে এক মোটর শ্রমিক শ্রমিক নিহত হয়েছে। সে শহরের বকচর কবরস্হান পাড়ার লিটু সরদারের ছেলে।

স্হানীয়রা জানান,সন্ধ্যা ৬টার দিকে বকচর হুশতলা কবরস্থান পাড়া বিশের চা দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৃর্বৃত্তরা আব্দুর রহমান রাকিবকে উপূর্যপরি ছুরিকাঘাত করে। এতে রাকিব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্হানীয়রা উদ্বার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাঃ মুরসালিন রহমান তাকে মৃত্যু ঘোষনা করেন। তিনিআরো জানান, হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়েছে।

নিহত রাকিবের ছোট ভাই রাজিব হোসেন জানান, কারা ভাইয়াকে মেরেছে জানিনা।

স্হানীয়রা জানিয়েছেন পূর্ব শত্রুতা ও সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে এলাকার যুবকদের মধ্যে রাকিবের দ্বন্দ্ব চলে আসছিল। তারই কারনে তার প্রাণ দিতে হয়েছে।

এব্যাপারে কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবাদ শুনে আমি ঘটনাস্হলে এসেছি। বিস্তারিত এখন কিছু বলা সম্ভব না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: