নাটোরে বীর মুক্তিযোদ্ধা ৩০ পুলিশ সদস্যকে সংবর্ধনা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নাটোরে বাংলাদেশ পুলিশ থেকে অবসরগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ৩০ পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) পুলিশ লাইন্সের ড্রিল হাউজে জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণের হাতে ফুল, শুভেচ্ছা উপহার ও খাবার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং বীর প্রতীক মো: সোলায়মান প্রমুখ।