শিরোনাম

South east bank ad

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের দাপট। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একই দিন সকাল ৬ টায় তেতুলিয়ায় রেকর্ড হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললেও উত্তাপ খুব বেশি একটা স্থায়ী হচ্ছে না। দুপুর গড়াতেই হিম শীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যার পর শুরু হয় শীতের দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। কেউ কেউ শীত বস্ত্রের জন্য শরনাপন্ন হচ্ছেন বিভিন্ন অফিস বা দপ্তরের।

পঞ্চগড় জেলা প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে জেলার পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে ২২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও চাহিদা পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘উত্তরের হিমেল বাতাস আর কুয়াশার কারণে তাপমাত্রা উঠানামা করছে। দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: