ফুলবাড়িয়া থানা পুলিশের কাবাডি প্রতিযোগিতা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে বালিয়ান ইউনিয়ন বনাম ফুলবাড়িয়া ইউনিয়নের মধ্যকার খেলায় বালিয়ান ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক।
সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামান। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ মোখলেছ মাস্টার।