শিরোনাম

South east bank ad

বিজয় দিবস উপলক্ষে বাগান আজিজিয়া স.প্রা.বি’এ রচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :

বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে বাগান আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মেনেজিং কমিটির সাবেক সভাপতি ও ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম জুবায়ের হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল কদ্দুস, শিক্ষিকা মোছাঃ রিনা আক্তার, শিক্ষিকা মোছাঃ শামীমা আক্তার, চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর, খন্ডকালীন শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, ত্রিশাল হেল্পলাইনের এডমিন জান্নাতুল নাঈম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। পুরুষ্কার বিতরণ শেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: