শিরোনাম

South east bank ad

বাংলাদেশের ক্রিকেট ঠিক জায়গায় আছে, বিশ্বাস আকরাম খানের

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বয়স ৫০ হলো। একই সঙ্গে এই দেশের ক্রিকেটের বয়সও হয়েছে পঞ্চাশ। যদিও আন্তর্জাতিক দিক বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটের বয়স দুই যুগের মতো। এই সময়ের মধ্যে ক্রিকেটে বাংলাদেশ দলের বৈশ্বিক আসরে বড় অর্জন বলতে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি ও ২০২০ সালে এসে যুবাদের হাত ধরে এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা। এর বাইরে নারীদের হাত ধরে এশিয়া কাপের শিরোপা জয়ও একটি অর্জন।

কিন্তু সিনিয়র টিমের কাছ থেকে তেমন কোনো অর্জনই পায়নি বাংলাদেশ। এশিয়াকাপ কিংবা বৈশ্বিক আসরগুলোতে টানা অংশ নিয়েও হতাশা উপহার দিয়েছে তারা। এর বাইরেও হতাশার কমতি নেই এদেশের ক্রিকেটে। তবে দেশের ৫০ বছরে যেমনটা অর্জন চেয়েছিল বাংলাদেশ, তেমনটা না হলেও অন্য দেশের তুলনায় এটাকে ছোট করে দেখছেন না ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তার মতে, ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটের বয়সের সঙ্গে যদি বাংলাদেশের তুলনা হয়। তবে বাংলাদেশ ঠিক অবস্থানেই আছে।

ক্রিকেট বিশ্বে আধিপত্য ধরে রাখা দেশগুলোর মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ভারত-পাকিস্তানের মতো দেশগুলোর অনেক পরই বাংলাদেশের জন্ম। তবে ক্রিকেটে এই দেশগুলোর রয়েছে প্রাচীন ইতিহাস। শতবছর পেরিয়েছে তাদের ক্রিকেটের গল্প। সেই হিসেবে তাদের অর্জনও চোখে পড়ার মতো। যদিও এশিয়ার দেশগুলোর দিকে তাকালে ভারতের অবস্থানই হবে অন্য সবার চেয়ে আলাদা। সফলতা কিংবা অর্জনের পাল্লায় ভারত চোখ রাঙিয়েছে পুরোনো ইতিহাস মোড়ানো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোকেও।

বাংলাদেশ ক্রিকেটের এই দুই যুগের মতো বয়সে অনেক অর্জন দেখছেন আকরাম খান। এক সময় ক্রিকেট খেলেছেন তিনি। এখন হয়তো ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন। তারই হাত ধরে প্রথম আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। সেই আকরাম খান বলেন, ‘সত্যি বললে ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। বিশ্বে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে চিনে। এটা আমাদের জন্য অনেক কিছু। প্রাপ্তির সাথে আরও অনেক কিছু আছে। যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের আবারও স্মরণ করছি। ওরা না থাকলে মাশরাফি, আশরাফুল, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ ওদের মতো ভালো খেলোয়াড় পেতাম না।’

ক্রিকেট বিশ্বের উন্নতির সঙ্গে ঠিকভাবে পেরে উঠেনি বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক সব জায়গায় বাংলাদেশের ঘাটতিগুলো চোখে পড়ার মতো। তবে ধীরে ধীরে ক্রিকেট এগিয়েছে জানিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেভাবে আশা ছিল সেভাবে এগোতে না পারলেও আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আমার বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো হবে।,

ক্রিকেটার তৈরিতে কাজ করে যাচ্ছেন জানিয়ে আকরাম খান বলেন, ‘এখনই সঠিক সময়। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সময়ে জেলা পর্যায়ে কোনো খেলোয়াড় ভালো করলে খবর পেতাম না। এখন সেই সুযোগ দিয়েছি, প্রত্যেক জেলায় কোচ-নির্বাচক আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ দল আরও ভালো হবে। আমাদের বয়স অন্য দেশের তুলনায় কম। সেই তুলনায় ঠিক আছে। গত দুই বছর করোনার জন্য যতটা পিছিয়ে পড়েছি, অন্য দেশ এতো ক্ষতিগ্রস্ত হয়নি। ইনশাআল্লাহ্‌ আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব, এটা আমার বিশ্বাস।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: