ত্রিশালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল):
ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ) সকাল ৮.১৫ টায় ত্রিশাল উপজেলার ঐতিয্যবাহী নজরুল একাডেমী মাঠে মহান বিজয় দিবস ও স্বাধীনতার পূর্তি উপলক্ষ্যে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সৌদি আরব সংসদীয় মৈত্রী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলার ভাইস-চেয়ারম্যান হুমায়ন কবীর আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,ত্রিশাল উপজেলা সহকারি(ভূমি) অফিসার তরিকুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মাইন উদ্দিন প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা ,বিভিন্ন প্রতিষ্ঠান,ছাত্র-ছাত্রীসহ সকল সরকারি প্রশাসনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।